দেশনিউজ

কয়লা চুরি রুখতে এবার প্রযুক্তিতে ভরসা কয়লা মন্ত্রকের, চালু হলো নতুন অ্যাপ

Advertisement

কয়লা চুরি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। সাধারণ মানুষের কথায় ইসিএলের অফিসার, গার্ডদের জানিয়েও রোখা যায়না কয়লা চুরি। তাই এবার কয়লা চুরি রুখতে খোদ কয়লা মন্ত্রকের তরফ থেকে আনা হলো একটি মোবাইল অ্যাপ। ‘খান-প্রহরী’ নামক এই স্যাটেলাইট নির্ভর অ্যাপটি থেকে এবার সরাসরি কয়লা মন্ত্রকে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।

ইসিএল সহ সমস্ত কোলব্লকেই নজরদারি চালানো যাবে এই অ্যাপের মাধ্যমে। আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে ইসিএলের বিশেষ সচেতনতা শিবির। সেখানেই এই অ্যাপটির ব্যবহার সম্বন্ধে সকলকে জানানো হবে বলে জানিয়েছেন ইসিএলের সিএমডি প্রেমসাগর মিশ্র।

জানা যাচ্ছে এবার থেকে ইসিএলের এই অ্যাপের মাধ্যমে চোরাই কয়লা দেখলেই তার ছবি তুলে পাঠিয়ে দিতে পারবে সাধারণ নাগরিক। ইসিএলের সিএমডি এর কথায় ইসিএলের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকলেও সবচেয়ে বড় নিরাপত্তা বাহিনী হয়ে উঠতে পারে সাধারণ মানুষ নিজেই। অভিযোগ ইসিএলেরই অনেক কর্মকর্তা, প্রশাসনিক আধিকারিকরা এই কয়লা চুরির ঘটনা জেনেও বেশিরভাগ সময় চেপে যায়। সব তথ্য সঠিক ভাবে উপরের মহলের কর্তাদের কাছে পৌঁছায় না। তাই ইসিএলের এবার এই পদক্ষেপ। যাতে করে সাধারণ মানুষই সঠিক খবর ছবি সহ পাঠাতে পারে।

ইসিএলের সিএমডির কথায়, এই ‘খান প্রহরী’ অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। এটি থেকে সাধারণ মানুষরা সরাসরি কয়লা মন্ত্রকের কাছে অভিযোগ জানাতে পারবেন। ইসিএলের সচেতনতা সপ্তাহ জুড়ে জোর প্রচার চালানো হবে এই অ্যাপটির, যাতে সকল সাধারণ মানুষের কাছে এটি পৌঁছাতে পারে। চুরি রোধে এই ডিজিটাল পদ্ধতি অনেকটাই কাজে আসবে বলে বিশ্বাস ইসিএলের সিএমডির।

Related Articles

Back to top button