Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উপাচার্যদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, আগামী  ১ অক্টোবর থেকে শুরু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার

Updated :  Monday, August 31, 2020 4:34 PM

কলকাতা :  করোনা আবহে এতোদিন ধরে বন্ধ ছিলো রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ। সংক্রমের উৎপাতে বারেবারে পিছিয়ে দেওয়া হয়েছিলো কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। তবে সব জল্পনা উস্কে আগামী  ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে  কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টার৷ সু্প্রিম কোর্টের নির্দেশ মতো ইউজিসি নির্দেশিকা মেনে ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে আটকে থাকা সমস্ত পরীক্ষা।

এমনকি ৩১ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে ফল প্রকাশ করতে হবে বলেও জানানো হয়েছে। এদিন উপাচার্যদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে চলতে হবে, কিভাবে পরীক্ষা নেবে তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি।

জুলাই মাস থেকেই রাজ্যে এক এক করে আনলক প্রক্রিয়া চালু হতেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাজ্যে প্রতিদিন রেকর্ড হারে করোনা সংক্রমণে ফের থমকে যায় পরীক্ষা। এছাড়াও সপ্তাহে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির কিভাবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টার পরীক্ষা নেবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারি দিয়েছিলো ইউজিসি।

তবে সেসব না ভেবেই রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় এরমধ্যেই ফাইনাল সেমিস্টার এর মূল্যায়ন করে ফলও প্রকাশ করে দিয়েছে। তবে সব ভুলে, করোনা আতঙ্ক অতিক্রম করে এবার আবার নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ মেলায় ছাত্রছাত্রীদের জীবনে ফের আশার আলো ফিরে আসার সম্ভবনা দেখা দেবে বলে মত ইউজিসির। তবে অনলাইন, অফলাইন এবং অনলাইন অফলাইন এই তিনটি মাধ্যমের মধ্যে যেকোনো একটি মাধ্যমের সাহায্যে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করতে হবে বলে জানিয়েছে ইউজিসি।