আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড কিউয়ের অফিশিয়াল নাম ঘোষণা করল গুগল। এতোদিন অ্যানড্রয়েড ভার্সানের নাম ইংরেজি অক্ষরের ক্রম ও সে অক্ষর দিয়ে মিষ্টির নামের উপর রাখা হতো। তবে গুগল বলছে, তারা ওই নাম রাখার ধারা বদলে ফেলছে। কারণ এতে গ্রাহকদের হালনাগাদ সংস্করণটির নাম মনে রাখতে কষ্ট হয়। তাই এবার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিউয়ের নাম বদল করে ‘অ্যান্ড্রয়েড ১০’ করেছে গুগল। এর আগের ৯টি অপারেটিং সিস্টেমের নাম হলো আলফা, বিটা, কাপকেক, ডোনাট, এক্লেয়ার, ফ্রয়ো, জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলিবিন, কিটক্যাট, ললিপপ, মার্শমেলো, নোগাট, ওরিও, পাই। অ্যান্ড্রয়েড ১০ আসার পরে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এখন পর্যন্ত কিছু নতুন ফিচারস সামনে এসেছে, সেগুলি হল:
১. ডার্ক মোড: পাবলিক বিটা সংস্করণ উন্মুক্ত হওয়ার পর থেকে ডার্ক মোড ফিচারটি যুক্ত হয়েছে। সেটিংসে ব্যাটারি ট্যাব থেকে ডার্ক থিম চালু করা যাবে। গুগল গত কয়েক মাসে তাদের বেশ কিছু অ্যাপে এই মোড যুক্ত করেছে।
২. ব্যাটারি ইনডিকেটর: ফোনে কতটুকু চার্জ আছে, তা দেখার জন্য যে ব্যাটারি ইনডিকেটর থাকে তা অ্যান্ড্রয়েড টেনে বদলে যেতে পারে। এই মুহূর্তে সব স্মার্টফোনে কতো ব্যাটারি আছে তা শতাংশে (%) দেখা যায়। কিন্তু অ্যান্ড্রয়েড ১০-এ দেখা যাবে ফোন কতক্ষণ চলবে।
৩. ফাস্ট শেয়ার: নতুন অ্যান্ড্রয়েড ভার্সন-এর সঙ্গে নতুন একটি ফিচার নিয়ে আসতে চলেছে গুগল। এই ফিচারের সাহায্যে ইউজাররা খুব সহজেই ফাইল শেয়ার কোরতে পারবে। গুগল এই ফিচারটির নাম ফাস্ট শেয়ার রেখেছে।
৪. ওয়াই–ফাই: এবার থেকে ব্যবহারকারীকে ওয়াই–ফাই এর জন্য প্রতিবার পাসওয়ার্ড টাইপ করতে হবে না। কিউআর কোড ব্যবহার করেই ওয়াই-ফাই ব্যবহার করা যাবে। এতে ওয়াই-ফাই সেবাদাতাকে বারবার পাসওয়ার্ড বলার প্রয়োজনও পড়বে না।
৫. থার্ড পার্টি অ্যাপ ক্যামেরা: থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করে উন্নত ছবি তোলার সুযোগ থাকবে। অ্যান্ড্রয়েড টেনে ডেভেলপাররা ছবির ডেপথ কন্ট্রোল করতে পারবে। ছবির মান ভালো হবে।
৬. অডিও-ভিডিও ফরম্যাট : অ্যান্ড্রয়েড টেন আরও বেশি ভিডিও কোডেক সাপোর্ট করবে। যার ফলে ব্যবহারকারীরা তাঁদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভিডিও ও অডিও শুনতে পারবেন।
৭. অ্যাপ অ্যালার্ট অপশন: এখন কোনো অ্যাপ সহজেই বন্ধ করতে পারবে ব্যবহারকারীরা। অ্যাপ নোটিফিকেশনে বেশিক্ষণ চাপ দিলে তা ব্লক করার সুবিধাও পাবে ব্যবহারকারীরা। এ ছাড়া নোটিফিকেশন সাইলেন্ট করার সুবিধাও থাকবে।
৮. ভিন্ন কালার থিম: ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন আসার পাশাপাশি বিভিন্ন রঙের থিম ব্যবহারের সুযোগও আসতে পারে নতুন অ্যান্ড্রয়েডে।
৯. প্রাইভেসি: প্রাইভেসি একটি গুরুত্বপূর্ণ বিষয় । এবার অ্যান্ড্রয়েড টেন সংস্করণে প্রাইভেসি সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে গুগল। অ্যাপে লোকেশন অ্যাকসেসে যাতে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে সে বিষয়টি যুক্ত হচ্ছে। এ ছাড়া কোনো অ্যাপে অনুমতি ছাড়া লোকেশন সেবা চালু হবে না, তা নিশ্চিত করবে।