১৬ অক্টোবর দেশ থেকে পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে মৌসুমী বায়ু বিদায় নিলেও ক্ষান্ত হয়নি বর্ষারানী। বর্ষাকালের সমাপ্তিতে সারা দেশ যখন শীতের অপেক্ষায় তার মাঝেই বৃষ্টি এসে বদলে দিয়েছে আবহাওয়ার রূপ।
সম্প্রতি আরব সাগরের উপর সৃষ্টি ঘূর্নাবর্তের জেরে গত বুধবার থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু জেরে তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্য গুলিতে চলছে ভারী বৃষ্টি। বন্ধ রয়েছে বহু স্কুল ও কলেজ। এই ঘূর্নাবর্তের জেরে বাংলাতেও গত কয়েকদিন ধরে নেমেছে ভারী বৃষ্টি।
প্রায় কিছুদিনের মধ্যেই এই ঘূর্নাবর্তের রেষ কেটে যাবে বলে আশঙ্কা করেছে আবহাওয়াবিদরা। তবে আশার আলো রইলো না উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলিতে। সম্প্রতি গোয়া আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয় যে পানাজি থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে আরো একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এর জেরে প্রবল ঘূর্নীঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী এই নিম্নচাপের অভিমুখ উত্তর পূর্ব দিকে।