টেক বার্তা

ট্রেনের ওয়েটিং লিস্টের জমানা শেষ, কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার জন্য বিনামূল্যে বিশেষ সুবিধা দিচ্ছে ভারতীয় রেল

Advertisement

উৎসবের মরসুম চলছে। এমন পরিস্থিতিতে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য। এই সমস্যা সমাধানে বিকল্প ট্রেন আবাসন প্রকল্প চালু করেছে রেল। এই প্রকল্পটি VIKALP নামেও পরিচিত। এভাবেই যাত্রীদের কনফার্ম টিকিট দেওয়ার চেষ্টা করে রেলওয়ে।

আইআরসিটিই টিকিট বুক করার সময় আপনি VIKALP চয়ন করতে পারেন। এই বিশেষ অপশন বেছে নেওয়ার অর্থ এই নয় যে আপনি একটি নিশ্চিত টিকিট পাবেন। এর মাধ্যমে ওই রুটের অন্য একটি ট্রেনে কনফার্ম টিকিট দেওয়ার চেষ্টা করা হয়। এটি সম্পূর্ণরূপে একটি রুটে চলমান ট্রেনগুলিতে আসন সংখ্যার উপর নির্ভর করে। আপনি যখনই আইআরসিটির মাধ্যমে টিকিট বুক করেন, সেই সময় আপনাকে এই বিকল্পটি বেছে নিতে হবে। যখন ট্রেনের শেষ চার্ট প্রস্তুত হয় এবং আপনার টিকিট নিশ্চিত না হয়, তখন এই অপশনটি আপনার হয়ে কাজ করে দিতে পারবে।

IRCTC ticket booking

VIKALP এর মাধ্যমে আপনাকে একটি মেসেজ আপনাকে পাঠানো হবে এবং টিকিটটি সম্পর্কে তথ্য প্রদান করা হবে। সেই সঙ্গে একটি নম্বরে মেসেজ দেওয়া হয়। এতে কল করে আপনাকে ওই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনে উপস্থিত ফাঁকা আসনের তথ্য দেওয়া হয়। তারপর আপনার পছন্দ জেনে নিয়ে উপস্থিত অন্য ট্রেনে একটি নিশ্চিত টিকিট বুক করে দেওয়া হয়।

VIKALP এর বৈশিষ্ট্য

• এই অপশনের মাধ্যমে আপনাকে মূল ট্রেন ছাড়ার ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বুক করার অপশন দেওয়া হয়েছে।

• রেলওয়ে এই অপশনের জন্য কোনও অতিরিক্ত চার্জ নেয় না। বরং অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

• এই অপশনে সর্বোচ্চ ৭টি ট্রেন বেছে নেওয়া যাবে।

• ভিকল্প সেই সব যাত্রীদের জন্য যারা ওয়েটিং লিস্টে টিকিট বুক করেছেন।

Related Articles

Back to top button