Today Trending Newsদেশনিউজ

পরিযায়ী শ্রমিকদের ফেরার সমস্ত খরচ দেবে কংগ্রেস, ঘোষণা সোনিয়া গান্ধীর

Advertisement

স্টাফ রিপোর্টার: ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেল। সেই ট্রেনের টিকিটের খরচ দেবে কংগ্রেস। দলনেত্রী সোনিয়া গান্ধী ঘোষণা করেছেন একথা। সোমবার এক বিবৃতিতে একথা জানান কংগ্রেস সভানেত্রী। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল শ্রমিকদের ফেরানোর টাকা তাদের থেকে না নেওয়া।

কংগ্রেস সভানেত্রী সোমবার সকালে বিবৃতি দিয়ে জানিয়েছেন, “অসহায় শ্রমিকদের ফেরার জন্য সমস্ত খরচ দেবে সেই রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এটি নাগরিকদের প্রতি কংগ্রেসের কর্তব্য।” এরপরই তিনি বলেন, “সরকার বিদেশে আটকে থাকা নাগরিকদের বিনামূল্যে ফেরাতে পারে, গুজরাটে একটি অনুষ্ঠানের জন্য ১০০ কোটির বেশি টাকা খরচ করতে পারে। কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মানুষগুলির জন্য কোনো সহানুভূতি নেই সরকারের।”

সোনিয়া গান্ধী আরও বলেন, “স্বাধীনতার পর দেশের সবচেয়ে দুঃখময় পরিস্থিতিতে এত মানুষের উপর বিপর্যয় নেমে এসেছে। হাজার হাজার পরিযায়ী শ্রমিক খাদ্য, অর্থ, পরিবহণ ব্যবস্থা না পেয়ে হেঁটে বাড়ি ফিরছেন। শ্রমিকদের এই সংকটের সময় সরকার তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে এটা খুবই কষ্টের।” প্রসঙ্গত, শ্রমিক স্পেশাল ট্রেনের সমস্ত খরচ রাজ্য সরকার গুলির উপর চাপিয়েছে রেল। শ্রমিকদের কাছ থেকে টিকিটের টাকা নিয়ে তা রেলকে তুলে দিতে হবে বলে জানিয়েছে রেল। এই সিদ্ধান্তের প্রতিবাদ করেই আটকে পড়া শ্রমিকদের সমস্ত খরচ দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের।

Related Articles

Back to top button