নয়াদিল্লি : একবার ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করে নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন কংগ্রেস। তবে প্রতিবারের মতন এবারেও কেন্দ্রকে বিধতে পিছপা হলেন না কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ।তার অভিযোগ হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রন করছে কেন্দ্রীয় সরকার। মার্কিন সংবাদমাধ্যমের এক রিপোর্ট পাওয়ার পরেই কেন্দ্রকে সরাসরি আক্রমন করে রাহুল জানান এর আগে কেন্দ্র ফেসবুক নিয়ন্ত্রণ করেছে আর এখন তার হাতে রয়েছে হোয়াটসঅ্যাপ।
America's Time magazine exposes WhatsApp-BJP nexus:
Used by 40 Cr Indians, WhatsApp also wants to be used for making payments for which Modi Govt's approval is needed.
Thus, BJP has a hold over WhatsApp.https://t.co/ahkBD2o1WI
— Rahul Gandhi (@RahulGandhi) August 29, 2020
টুইটারে কেন্দ্রকে গুছিয়ে আক্রমণ করার পরেই ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গকে চিঠি দেন কংগ্রেসের সাধারণ সচিব কে সি ভেনুগোপাল। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট এর ওপর ভিত্তি করেই এদিন ভেনুগোপাল লেখেন, “হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতে আর্থিক লেনদেন চালু করতে চান মার্ক জাকারবার্গ। এই কারণেই ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করতে দেওয়া হচ্ছে বিজেপিকে”।