গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,৬ ফেব্রুয়ারী : অবশেষে মুখ্যমন্ত্রীর পাঠানো মঞ্জুরী পত্র এসে পৌঁছালো পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের হাতে।মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠি পেয়ে খুবই খুশি উপভোক্তারা।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন,” আপনি বিধবা ভাতা/বার্ধক্য ভাতার আবেদন করে দীর্ঘদিন অপেক্ষা করেছেন। আপনার বিধবা ভাতা/বার্ধক্য ভাতার আবেদন পত্র টি রাজ্য সরকার সহানুভুতির সাথে বিবেচনা করেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, যে রাজ্য সরকার আপনার বিধবা ভাতা/বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করেছে। আগামী মাস থেকে প্রতিমাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিধবা/বার্ধক্য ভাতা বাবদ ৭৫০ টাকা জমা হয়ে যাবে, আশা করি আপনার সাহায্যে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছান্তে স্বাক্ষর মমতা ব্যানার্জ্জী।
বৃহস্পতিবার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সংসদের সঙ্গে ১৪ নং সংসদের মঞ্জুরী পত্র ঘোড়ানাশ গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্রে বিতরণ করা হয়।জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ভাস্কর চ্যাটার্জ্জী জানান,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন।সাধারণ দুঃস্থ মানুষেরা কিভাবে সুবিধা পাবে তার কথা ভাবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তার নির্দেশ মেনে কাজ করে থাকি।