শ্রেয়া চ্যাটার্জি : শনিবার অর্থাৎ ৯ইনভেম্বর একটি ঐতিহাসিক দিন। এতদিন ধরে অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে যে বিতর্ক ছিল তার অবসান হলো। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ওই বিতর্কিত অংশটি হিন্দুদের এই রায়টি দেওয়ার পরে কয়েকজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু এমন জিনিস যা বেশ প্রদাহজনক, তা পোস্ট করার জন্য ৩৬ জনকে আটক করা হয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছেন। কখনও সোশ্যাল মিডিয়ায় ‘অনুচিত মন্তব্য করা এবং হুমকি পূর্ণ ভাষা’ ব্যবহার করার জন্য দু’জন গ্রেফতার করা হয়েছে।
১৯৯২ সালে একটি হিন্দু জনতা এই সাইটের ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে দাঙ্গা শুরু করে। যার মধ্যে প্রায় দুই হাজার মানুষ মারা গিয়েছিল। তবে শনিবার বা রবিবার আদালতের রায় দেওয়ার পরে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : প্রশাসনের সতর্কবার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রে পর্যটকেরা, সমুদ্রে তালিয়ে মৃত ২
পুলিশের তরফ থেকে সাধারন বাসিন্দাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কিছু আইনি পণ্ডিত এবং মুসলিম নেতাকর্মীরা এই ঐতিহাসিক রায় টিকে অন্যায্য বলে মনে করেছেন। অযোধ্যার নেতা মোহাম্মদ আজম কাদরী বলেছেন ‘আমি রায়টি দেখে হতাশ হয়ে পড়েছি এবং এটি আল্লাহর কাছে রেখেছি।’














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside