নির্বাচনী জনসভায় গিয়ে বেলাগাম মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বললেন, “বিজেপি নেতাদের চমকাবেন না, সারা জীবন আমাদের পায়ের নিচে থেকে কাজ করতে হবে।” দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরে বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতি তে। এর আগেই দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে পাড়ায় পাড়ায় শীতলকুচি হবে। শীতলকুচি ঘটনা নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না ছাড়তেই নতুন বিতর্ক হাজির দিলীপ ঘোষের ঘাড়ে।
মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী কৌশিক দাস এর সমর্থনে সভা করতে গিয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। সেখানে পুলিশ কে উদ্দেশ্য করে তিনি বলেন, “ওসি আপনাদের এত সাহস একটা সর্বভারতীয় দলের কর্মীদের ধমকাচ্ছেন। ভুলেও এদের ধমকানো এবং চমকানো সাহস করবেন। মনে রাখবেন বাকি জীবন আমাদের পায়ের নিচে চাকরি করতে হবে। আমরা কারো ধার ধারি না।” রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্যের পরে স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছে।
সূত্রের খবর, এর আগে মুর্শিদাবাদের সুতি থানার ওসি কৌশিক দাস কে হুমকি দিয়েছিলেন। সেই হুমকি দেওয়ার পরেই দিলীপ ঘোষ হয়তো পাল্টা হুমকি দিলেন এই থানার ওসিকে। রবিবার শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দীলিপ ঘোষ। তারপরে আবারো একটি বিতর্কিত মন্তব্যের পরে বেজায় বিপাকে বিজেপি।