দেখতে দেখতে ভারতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। ক্রমেই ভয়ানক আকার নিচ্ছে করোনা। দেশে দীর্ঘদিন লকডাউন চললেও রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়ে ১ লক্ষ ছাড়িয়ে গেছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ১৩৯ জন। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৪ হাজার ৯৭০ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ২৩১ জন। বিশ্বের করোনা আক্রান্তের নিরিখে ভারত বর্তমানে ১১ নম্বরে দাঁড়িয়ে আছে। ভারতের আগে রয়েছে ইরান।
দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের সংখ্যা রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লিতে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন। মৃতের সংখ্যা ১ হাজার ২৪৯ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন ও মৃত্যু হয়েছে ৮১ জনের। গুজরাটে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৪৫ জন। করোনার বলি হয়েছেন ৬৯৪ জন। রাজধানী শহর দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ জন, মৃত্যু হয়েছে ১৬৮ জনের।
কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২৫ জন। মৃত্যু হয়েছে ২৪৪ জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৮ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬ জন। এদিকে দেশে ১৮ মে থেকে শুরু হয়েছে লকডাউন ৪.০। চলবে ৩১ মে পর্যন্ত। প্রায় ২ মাস ধরে লকডাউন চলছে তবুও সংক্রমণ রোধ করা যাচ্ছে না। বরং বাড়ছে।