দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সেখানে মোট আক্রান্ত ৩ হাজার ২২৩ জন, মৃত্যু হয়েছে ২০১ জনের। এদিকে মুম্বাইয়ের সবচেয়ে জনবহুল এলাকা ধারাভিতে ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১০০-র গন্ডি পার করেছে। মোট করোনা সংক্রমিত ১০১ জন। এদের মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।
এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বস্তি ধারাভি। বিশাল জায়গা জুড়ে বিস্তার ধারাভির। এখানে প্রায় ১০ লক্ষ মানুষ বাস করেন। প্রতিটি বাড়িতে একসাথে কমপক্ষে ৮ জনের বাস। সব ঘরগুলিই পরস্পরের সাথে যুক্ত। ফলে এখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব। কিন্তু এই জায়গাতে যদি একবার দ্রুত হারে সংক্রমণ ছড়ায়, তাহলে পরিস্থিতি ভয়ানক হবে।
ধারাভিতে সংক্রমণ রোধের জন্য সদা তৎপর মহারাষ্ট্র প্রশাসন। ক্রমাগত চলছে টেস্টিং। এই এলাকাকে মহারাষ্ট্রের হটস্পট এলাকা বলে ও ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আবার কিছু অংশকে অতিস্পর্শকাতর এলাকা রয়েছে। সেই এলাকাগুলিকে পুলিশ ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে কার্যত অসহায় বাণিজ্যনগরী মুম্বাই।