পুরোপুরি বিধ্বস্ত আমেরিকা, মৃত্যু ৬০ হাজারের বেশি, গোটা বিশ্বে মৃত ২,২৭,৬৩৩ জন
করোনাকে কিছুতেই নাগালের মধ্যে আনা যাচ্ছে না। বিশ্বজুড়ে ভয়ানক আকার নিচ্ছে এই ক্ষুদ্র ৬০ ন্যানোমিটারের ভাইরাস। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার সাথেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দুনিয়াতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ৯৩ হাজার ৮৭৪ জন। এদের মধ্যে রাক্ষুসে করোনার বলি হয়েছেন ২ লক্ষ ২৭ হাজার ৬৩৩ জন। আর সুস্থ হয়েছেন ৯ লক্ষ ৭২ হাজার ৬০৭ জন।
সবথেকে বিধ্বস্ত অবস্থা আমেরিকার। সেখানে কিছুতেই মৃত্যুমিছিল থামানো যাচ্ছে না। আমেরিকাতে মৃত্যু হয়েছে ৬০ হাজার ৯৬৭ জনের। আর আক্ক্রন্ত হয়েছেন বিশ্বের মধ্যে সর্বাধিক বেশি সংখ্যায়। সংক্রমণের সংখ্যা ১০ লক্ষ ৩৯ হাজার ৯০৯ জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৭২০ জন। আমেরিকার মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে ১৮ হাজারের বেশি মানুষ করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তারপরেই রয়েছে স্পেন( ২,৩৬,৮৯৯), ইতালি(২,০৩,৫৯১), ফ্রান্স(১,৬৬,৫৪৩) ক্রমাগত বিস্তার লাভ করছে করোনা। রাশিয়াতে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ১ লক্ষের দোরগোড়ায়। আক্রান্তের পাশে প্রতিটি দেশেই বাড়ছে মৃতের সংখ্যা। স্পেন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন এই প্রতিটি দেশেই মৃতের সংখ্যা ২৫ হাজারের বেশি। ভারতেও বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭১৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৪ জনের।