আন্তর্জাতিকনিউজ

করোনার কবলে নাজেহাল ট্রাম্পের দেশ, মৃত্যু ২৩ হাজারের বেশি

Advertisement

করোনা সংক্রমণ থামছেই না। ক্রমাগত ভাইরাসের কবলে পড়ছেন লক্ষ লক্ষ মানুষ। বিশ্বের প্রায় সব দেশকেই গ্রাস করছে এই মারণ ভাইরাস। এখনও পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ১৫ হাজার ১৪৯ জন। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই মারণ ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৯৮৪ জন, সোমবার রাত পর্যন্ত।

করোনাতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যার নিরিখে এখনও শীর্ষে আমেরিকা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮২ হাজার। আর শুধুমাত্র নিউইয়র্কে আক্রান্ত ১ লক্ষ ৯০ হাজার ২৮৮ জন। আমেরিকাতে মোট করোনার বলি হয়েছেন এখনও পর্যন্ত ২৩ হাজার ৪১৪ জন। নিউইয়র্কে শুধু মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। আমেরিকাতে সবচেয়ে মারাত্মক অবস্থা নিউইয়র্কের।

ইতালিতে কখনও আক্রান্তের সংখ্যা কমছে, আবার কখনও বাড়ছে। টালমাটাল পরিস্থিতি ইতালির। এখন শুধু আমেরিকা নয়, ইতালিতেও মৃতের সংখ্যা ২০ হাজার পেরিয়ে গেছে। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৫৫ জনের। নতুন করে আরও ৩ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৫১৬ জন।

আর মৃতের সংখ্যার ভিত্তিতে স্পেন এখনো তিন নম্বরে আছে। যদি আক্রান্তের ভিত্তিতে স্পেনের স্থান ইতালির আগে। সেখানে মোট আক্রান্ত হয়েছেনা ১ লক্ষ ৬৯ হাজার মানুষ, আর মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬২৮ জনের। আবার ফ্রান্সে ও ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। ফ্রান্স মৃতের সংখ্যা ১৪ হাজার পেরিয়ে গাছে।

Related Articles

Back to top button