প্রতিদিনই দেশে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করছে। পুরোনো রেকর্ড ভাঙছে। ফের সর্বাধিক সংখ্যক আক্রান্তের সংখ্যা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮,৫৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকার ৮ টার বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৯৫০ জন।
আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনাতে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের। এদিকে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়ছে। গত একদিনে সুদস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ২৪৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১ জন। দেশে সুস্থতার হার ৫৮.১৪ শতাংশ। ভারতে আক্রান্তের থেকে সুস্থতার হার বেড়েছে। এখন দেশে করোনাতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭ জন।
দেশে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে।এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৭৬৫ জন। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩০.০১ শতাংশ। এই রাজ্যে করোনাতে মৃত্যুহয়েছে ৭১০৬ জন। মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি , তারপরেই আছে তামিলনাড়ু ও গুজরাট। এই রাজ্যগুলিতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।