গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত ৮১ হাজার ৯৭০ জন। আর মৃতের সংখ্যা আড়াই হাজারের বেশি। একদিনে মৃত্যু হয়েছে আরও ১০০ জনের। এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন।
মহারাষ্ট্রে কোনোভাবেই সংক্রমণ আটকানো যাচ্ছে না। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা। মোট আক্রান্ত ২৭ হাজার ৫২৪ জন ও মৃত্যু হয়েছে ১ হাজার ১৯ জনের। বাংলাতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭৭ জন। মৃত্যু হয়েছে ২১৫ জন। দেশের প্রায় সব রাজ্যেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হারে বাড়ছে।
কেন্দ্র তরফ থেকে আগেই বলা হয়েছিল যে মে মাসের পর থেকে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়বে, তারপর ধীরে ধীরে তা কমতে শুরু করবে। এদিকে ১৮ মে থেকে লকডাউন ৪ চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এবারে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে বলে জানানো হয়েছে। এই লকডাউনে শিথিলতা আনার জন্য কি কি করা প্রয়োজন তা রাজ্যগুলির কাছ থেকে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।