Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার জেরে আমূল বদল স্কুলের পরিকাঠামোতে, কি কি বদল আসছে, দেখে নিন

Updated :  Monday, June 1, 2020 6:26 PM

করোনা সংক্রমণ রুখতে নানা রকমের স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে। এবার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমূল বদলে যাবে সমস্ত চিত্র। আর আগের মতো এক বেঞ্চে পাশাপাশি বসা যাবে না। সব বন্ধুরা মিলে একসাথে গল্প করা যাবে না। এখন থেকে মানতে হবে অনেক নিয়মকানুন। স্কুলে প্রবেশ থেকে শুরু করে ক্লাস করা বা স্কুল ছুটির পর বেরোনো পর্যন্ত বিশেষ নিয়মবিধি মানতে হবে। ইতিমধ্যেই স্কুল খোলার পর কি কি নিয়মকানুন বা স্বাস্থ্যবিধি মানা যেতে পারে, তাই নিয়ে বিভিন্ন প্ল্যান ও করা হচ্ছে।

কি কি পরিবর্তন আসতে পারে, দেখে নিন একনজরে-

১) স্কুলে ঢোকার মুখেই বসানো থাকতে পারে স্যানিটাইজার টানেল। এখান দিয়েই ১০ সেকেন্ড স্যানিটাইজাড হওয়ার পর ঢুকবে ছাত্র-ছাত্রীরা ।

২) এছাড়া ছাত্রছাত্রীদের থার্মাল পরীক্ষা করা হবে। তারপর হাতে স্যানিটাইজার নিয়ে তবেই ক্লাসরুমে ঢোকার অনুমতি মিলবে।

৩) প্রতিটি স্কুলকেই ভালো করে স্যানিটাইজ করানো হবে।

৪) প্রত্যেকটি বেঞ্চে কোনাকুনি করে একজন করে ছাত্র/ছাত্রী বসানো হবে।  এর ফলে একজন ছাত্রের সঙ্গে অন্য ছাত্রের মধ্যে সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় থাকবে।

৫) এখন থেকে আর প্রতিদিন স্কুলে নাও যেতে হতে পারে। এখন থেকে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই ক্লাস করানো হবে ছাত্র-ছাত্রীদের।

৬) প্রথম দিন কিছু সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করানো হবে, পরের দিন বাকি দের নিয়ে ক্লাস করানো হবে।