ভারতে ক্রমশ বাড়ছে সংক্রমণ, তাহলে কি মহামারীর পরিস্থিতি? WHO যা জানাচ্ছে
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। মোট আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের দোরগোড়ায়। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতি তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এতে এখনও কোনো উদ্বেগের সৃষ্টি হয়নি।
WHO এটাও জানাচ্ছে যে ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনা আক্রান্ত লাফিয়ে বাড়লেও মহামারির সৃষ্টি এখনও হয়নি। এই দেশগুলিতে মৃত্যুর হার অনেক কম আছে। WHO-এর মাইক রায়ান বলেছেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলি যথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান-সহ অন্যান্য দেশেও জনঘনত্ব অনেক বেশি ৷ এই জনঘনত্বের তুলনাতে মহামারি সেভাবে বাড়েনি। কিন্তু তিনি সাবধান থাকতে বলেছেন। কোনোরকম ঝুঁকি নিতে বারণ করেছেন।
WHO-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন অবশ্য বলেছেন, ভারত জনসংখ্যা ও আয়তনের নিরিখে আক্রান্তের সংখ্যা খুবই কম। মারিয়া ভ্যান কেরখোভ জানাচ্ছেন যে পিসিআর টেস্টে কোনও ব্যক্তির সামান্য সংক্রমণেও করোনা পজিটিভ-ই দেখাবে৷ কিন্তু কোনও ব্যক্তির যদি করোনার উপসর্গহীন হয়, তা হলে সেক্ষেত্রে সংক্রমণ বলা হবে কিনা, সে বিষয়ে তারা এখন কিছু বলতে পারছেন না।