করোনা সংক্রমণ রোধ করার জন্য রাজ্যের বেশ কিছু এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। এই এলাকাগুলিতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে চাইলে সেক্ষেত্রে পুলিশের অনুমতি নিতে হবে। তার সাথে কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না। এই এলাকাগুলির স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকেই বেরোতে পুরোপুরি নিষেধ করা হয়েছে। কেন্দ্রের নির্বাচিত হটস্পট এলাকা হিসাবে রাজ্যের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর রয়েছে।
শুক্রবার দুপুরে কলকাতার যে এলাকাগুলি সিল করে দেওয়া হয়েছে, সেগুলি হল- রাজাবাজার, মানিকতলা, নারকেলডাঙা ও কাঁকুড়গাছি। এইসব এলকার প্রবেশপথ সম্পূর্ণভাবে পুলিশ আটকে দেয়। ভিড় কমানোর জন্য বিধাননগরের ৩ টি বাজার ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জগৎপুর বাজার, জ্যাংরা বাজারও বন্ধ রাখা হচ্ছে।
আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে ভিড় প্রসঙ্গে বলেছেন যে, বাজারে ভিড় করা একদম চলবে না, দরকার পড়লে সশস্ত্র পুলিশবাহিনী নামাতে হবে। এরসাথে তিনি আরও বলেছেন যে প্রতিটি বাজারে স্যানিটাইজার রাখতে হবে। কোনও দোকানে ৫ জনের বেশি থাকবে না। মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দেওয়া হবে না। কোনোভাবে গোষ্ঠী সংক্রমণ হতে দেওয়া যাবে না।