চীন : করোনা ভাইরাসের হাত থেকে এখনও সম্পূর্ণ রূপে মুক্তি পায়নি চিন। প্রথম দফায় করোনা মুক্তির কথা ঘোষণা করলেও চিনের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পুনরায় কোভিড -১৯ রোগের প্রকোপ দেখা দিয়েছে চিনে। এমনকি ঘটেছে মৃত্যুর ঘটনাও। এই আবহের মধ্যেও চিনের এক দোকানদারের দোকান খোলার জন্য অভিনব সেলিব্রেশন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
চিনের সুঝাউ প্রদেশে একটি আসবাবের দোকান খুলতে অভিনব পন্থা নিলেন দোকানের মালিক। দোকান খোলার সেলিব্রেশন হিসেবে প্রেমের জোয়ারে ভাসলেন অসংখ্য মানুষ। চুমুর জোয়ারে ভেসে গেলেন অসংখ্য যুগল। সারি দিয়ে দাঁড়ানো মহিলাদের চুমু দিয়ে আদর করলেন পুরুষরা। এই সময় সকলের পরনে ছিল নীল বয়েলার্স স্যুট। এই ঘটনার ছবি সামনে আসতেই বিতর্কের সূত্রপাত। করোনার মতো ভয়ঙ্কর সংক্রামক ভাইরাসের আবহে এমন একটা মারাত্মক ঝুঁকি কেন নিলেন দোকানের মালিক, তা বুঝে উঠতে পারছেন না চিকিৎসকরা।
যদিও দোকানের মালিক দাবি করেছেন, সমস্ত সাবধানতা অবলম্বন করেই আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। মেনে চলা হয়েছিল স্বাস্থ্য বিধিও। সমস্ত রকম ব্যবস্থা নিয়েই এই আয়োজন বলেও জানিয়েছেন তিনি। দোকানদার আরও জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর মাস থেকেই করোনা বিধ্বস্ত দেশ। তাই সাধারণ মানুষের মনোবল বাড়াতেই এমন অভিনব কায়দায় দোকান খোলার সেলিব্রেশন করেছেন তিনি। সুরক্ষার কারণে মহিলা ও পুরুষের মাঝখানে কাঁচ রাখা হয়েছিল বলেও জানান তিনি। সুক্ষ্ম সেই কাঁচ ভালোভাবে স্যানিটাইজও করা হয়েছিল।