অতিমহামারীর ধাক্কায় ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের অর্থনীতি। অর্থনীতি সচল রাখার জন্য এক এক করে খুলছে দোকান, বাজার, শপিং মল এবং রেস্তোরা। কিন্তু তাও বিগত ছয় মাসে দেশের অর্থনীতি যেভাবে খারাপ পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে তাতে আপাতত ক্ষতির সম্মুখীন দেশের সাধারন নাগরিকরা।
এর মাঝেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা। এর মধ্যে মার্কিন সমীক্ষায় দেখা গিয়েছে, রেস্তোরায় গিয়ে বেশি খাওয়া দাওয়ার কারণেই বাড়ছে করোনা সংক্রমণ। জানানো হয়েছে, জুলাই মাসের পর থেকে আমেরিকায় যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশিরভাগই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন।
এমনকি সামাজিক অনুষ্ঠান, শপিং, বাড়িতে অনুষ্ঠান, স্যালোঁ যাওয়া, অফিস বা জিমে ওয়ার্ক আউট করছেন যাঁরা তাঁরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। মূলত খাওয়ার সময় বা কোন কিছু পান করার সময় মাস্কের ব্যবহার করা হয় না, সেই কারণেই বাইরে বেরিয়ে রেস্তোরাঁ বা পানশালায় বসলে সেখান থেকেই ছড়াচ্ছে করোনা ভাইরাস।
সারা পৃথিবীতে এই মুহূর্তে করোনা সংক্রমণ সব থেকে বেশি আমেরিকা এবং ভারতে। তার মধ্যে আবার এই নতুন আবিস্কার মানুষকে আরো বেশি করে চিন্তায় ফেলছে বলে মত অনেকের।