একের পর এক দেশে হানা দিচ্ছে করোনা ভাইরাসের আতঙ্ক। চিনে মৃত্যু বেড়ে চলেছে দিনদিন। চিনে মৃত্যুর সংখ্যা ৩০৯৭ জন।
ইতালিতে করোনার প্রভাবে মৃত্যু হয়েছে ২৩৩ জনের। ইতালি থেকে ভারতে আগত কিছু মানুষের দেহে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। ভারতে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩৯।
এবার বাংলাদেশেও পাওয়া গেল করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান। বাংলাদেশের ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ জানিয়েছে তিন জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে, যার মধ্যে দুজন পুরুষ, এবং একজন মহিলা বলে জানিয়েছে ওই সংস্থা। সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে আক্রান্ত এই তিনজনের মধ্যে একই পরিবারের দুজন সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে ফিরেছেন, এবং তাদের শরীর থেকে এই ভাইরাস ছড়িয়েছে আক্রান্ত তৃতীয় ব্যক্তির দেহে।
আরও পড়ুন : ইতালিতে একদিনে মৃত্যু ১৩৩ জনের, মৃতের হারে দ্বিতীয় স্থান ইতালির
বাংলাদেশের ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ-এর আধিকারিক সাব্রিনা ফ্লোরা বলেছেন যত দ্রুত সম্ভব করোনা আক্রান্তদের চিহ্নিত করে তাদের আইসোলেশনে রাখতে হবে। সতর্কতা অবলম্বনে বাংলাদেশ সরকার ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত এই চারটি দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন।