করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২,০০০ ছাড়ালো ভারতে। এই মুহুর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২,০৬৯ জন। মারণ এই ভাইরাসের ছোবলে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ জনের। এখনো পর্যন্ত ২,০৬৯ জনের মধ্যে বিদেশি নাগরিক আছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ১৫৫ জন। শুধুমাত্র গত ২৪ ঘন্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় দেশে শীর্ষস্থানে আছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পরেই তালিকায় আছে কেরল। মহারাষ্ট্রে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩৫ জন। মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকা কেরলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬৫ জন। পুরো দেশে এখনো পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এখনো পর্যন্ত মৃত্যুর তালিকায় সবার উপরে আছে মহারাষ্ট্র। সেখানে সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রের পরেই আছে গুজরাত, সেখানে এখনো পর্যন্ত মারা গেছেন ৭ জন। এছাড়া মধ্যপ্রদেশে মারা গিয়েছেন ৬ জন। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩, মৃত্যু হয়েছে ৩ জনের। সমস্ত তথ্যই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।