করোনার জেরে রেলের সিট বুকিং-এ বড়সড় পরিবর্তন, আসলো নতুন নিয়ম
১৪ই এপ্রিল উঠে যাচ্ছে লকডাউন। আর ১৫ই এপ্রিল থেকেই দেশ জুড়ে ট্রেন চালানোর কথা ভাবছে ভারতীয় রেল। তবে ১৫ই এপ্রিল থেকে ট্রেন চললেও তা বেশ কিছু নিয়ম মেনেই চালানো হবে বলেই জানানো হয়েছিল রেলের তরফে। এর মধ্যে প্রধান হচ্ছে যাত্রীদের মাস্ক ব্যবহার করা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা। যাত্রীদের মধ্যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার জন্য রেলের তরফে ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ১৫ই এপ্রিল থেকে চলা সব ট্রেনের মিডল বার্থ আপাতত তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে রেল। আপাতত বেশ কিছুদিন এভাবেই চলবে ট্রেন গুলি। রেলের আধিকারিক জানাচ্ছেন, ‘দূরপাল্লার সব ট্রেনে এসি থ্রি-টিয়ার ও সেকেন্ড স্লিপারে মিডল বার্থ তুলে দেওয়ার পরিকল্পনা করছে রেল। ওই আধিকারিকের কথায়, ‘বার্থ বা আসন সরিয়ে ফেলার কোনো দরকার নেই। তার বদলে মিডল বার্থ খালি রাখলেই হবে। দুজন যাত্রীর মাঝে একটি আসন খালি রাখলেই তা যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে।’
এর ফলে ৭২ আসনের স্লিপারে আসন কমবে ১৮ টি। এছাড়া অসংরক্ষিত কোচে প্রতি রো তে একটি করে আসন কমিয়ে দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, রেল বোর্ডের তরফে নির্দেশ এলে তবেই সব ব্যবস্থা করা হবে। তবে এত কিছু করার পরেও ট্রেনে যে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলা কঠিন সেকথা মানছেন রেলের সব আধিকারিকরাই।