ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনা ভাইরাস যা কয়েক মাস ধরেই মানুষের আতঙ্কের প্রধান কারণ, বহু মানুষের প্রাণ হারানোর কারণ, যার ফলে গোটা বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা। এই করোনা ভাইরাসের উৎপত্তি হয় চিনে, তবে এই ভাইরাসের সৃষ্টিকর্তা যে চিন এবং এই ভাইরাস তৈরি হয়েছে চিনের ভাইরোলজি ল্যাবেই একথা বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ট্রাম্প।
যদিও চিনের তরফ থেকে জানানো হয়েছে চিনের বাজারে কোনও এক প্রাণীর শরীর থেকে মানু্ষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস, তথাপি একথা মানতে নারাজ মার্কিনি রাষ্ট্রপ্রধান। ট্রাম্পের মতে, বাজার নয় বরং ভাইরোলজি ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। প্রথম থেকেই এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন
করোনা ভাইরাস তৈরি হয়েছে চিনের ভাইরোলজি ল্যাবেই এবং তিনি সাংবাদিকদের জানান যথোপযুক্ত প্রমাণও আছে তাঁর কাছে।
তবে এই মুহূর্তে সেই প্রমাণ প্রকাশের অনুমতি নেই তাঁর কাছে, তাই তিনি তা প্রকাশ করতে পারছেন না। তবে তিনি যে এ ব্যাপারে সুনিশ্চিত সেটা স্পষ্ট করে জানিয়েছেন। বিশ্ববাসীর কাছে খুব শীঘ্রই আসল সত্যিটা সামনে আসবে বলে বিশ্বাসী ট্রাম্প, হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন সত্যি ঘটনার উৎস সন্ধানে তৎপর আমেরিকা খুঁজে বার করবেই করোনা ভাইরাস চিনে ভুলবশত ছড়িয়েছে নাকি এটি সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিত; এই বিষয়টি সকলের সামনে নিয়ে আসবে আমেরিকা৷