করোনা ভাইরাসের দাপট দিন দিন বেড়েই চলেছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের গন্ডি ছুঁইছুঁই। প্রতিদিনই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরোচ্ছে। দেশের অর্থনীতিকে সচল করার চেষ্টা করা হচ্ছে। নানাভাবে সামাজিক দূরত্ববিধি মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে এই করোনার জন্য অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। চিকিৎসক মিলছে না, ফলে সমস্যায় পড়ছেন রোগীরা।
তাই এবার থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ENT স্পেশালিস্টদের জন্য গাইডলাইন তৈরী করেছে। এই গাইডলাইন মেনে চলতে হবে রোগীদেরকেও।
কি কি বলা হয়েছে গাইডলাইনে, জেনে নিন-
১) প্রথমে টেলি কনসাল্টেশনকে জোর দিতে হবে। এর অর্থ হল- রোগী প্রথমে তাঁর শারীরিক অসুবিধার কথা ডাক্তারকে ফোন করে জানাতে হবে।
২) এরপর প্রয়োজনীয়তা থাকলে তবেই রোগীকে হাসপাতালে যেতে হবে।
৩) চিকিৎসকদের অ্যাপয়ন্টমেন্ট-র ভিত্তিতেই রোগী দেখা হবে।
৪) চিকিৎসকের সাথে একবারে একজনই রোগী চেম্বারে যেতে পারবেন।
৫) এছাড়া ওপিডিতে যাবার আগে সব রোগীকেই স্ক্রিনিং করানো হবে।
৬) সবাইকে মাস্ক পড়তে হবে।
৭) পরিত্যেক রোগীকেই সামাজিক দূরত্ববিধি মানতে হবে।
৮) প্রত্যেক চিকিৎসককেই পিপিই কিট, হাতে গ্লাভস, মাস্ক পরতে হবে। কিছু সময় অন্তর অন্তর তা পরিবর্তন করতে হবে।
৯) আর এমনভাবে চিকিৎসা করতে হবে যাতে রোগীকে দ্বিতীয়বার ক্লিনিকে আসতে না হয়।
১০) ফোনের মাধ্যমে যতটা সম্ভব সমস্যার সমাধান করতে হবে।