করোনা ভাইরাসের আতঙ্ক এবার মুম্বাইতে। চীনের পর একে একে অনেক দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ। এবার মুম্বাইয়ের ছত্রপতি বিমানবন্দরে একজন যাত্রীর শরীরে করোনা ভাইরাস রয়েছে বলে সন্ধেহ করা হয়। তারপর সেই ব্যক্তিকে যাবতীয় পরীক্ষা করানো হয়। তার সোয়াব পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখন বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিন করানো হয়। আর সূত্রের খবর অনুযায়ী, গত রবিবার স্ক্রিন করার সময় ঐ যাত্রীর শরীরে করোনা ভাইরাস আছে বলে সন্ধেহ করা হয়।
করোনা মারাত্মক আকার নেওয়ার পর থেকে মুম্বাইয়ের বিমানবন্দরে প্রায় ৫৯,৬৫৪ জন যাত্রীকে স্ক্রিন করা হয়েছে। এই করোনার জন্য বিশ্ব বানিজ্য সমস্যার মুখে পড়েছে। বিমান সংস্থাগুলির আর্থিক ক্ষতি হচ্ছে। এছাড়া দেশের বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা গত শনিবারই সমস্ত উড়ান সংস্থাগুলিকে নির্দেশিকা জারি করেছে। সেখানে সূত্রের খবর অনুযায়ী, নির্দেশিকাতে বলা হয়েছে যে কোন চিনা নাগরিককে ভারতে ঢুকতে দেওয়া হবে না এবং চিনে থাকা কোন বিদেশি নাগরিকদের ও ভারতে ঢুকতে দেওয়া হবে না।
আরও পড়ুন : রেশন কার্ড দেখালেই শাড়ি কিনতে গেলে ছাড় পাবেন, রাজ্য সরকারের নতুন উদ্যোগ
তাই ভারত থেকে এখন চিনে বিমান পরিষেবা দেওয়াটাও যুক্তিযুক্ত নয় বলে মনে করছেন উড়ান সংস্থার প্রধানরা। এর ফলে যে ভয়ঙ্কর ক্ষতির মুখে পর্যটন ব্যবস্থা পড়ছে সেটা মনে করছেন পর্যটন বিভাগের কর্তারা। এখনও ভারতে করোনার জন্য কোন নাগরিকের মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন বহু মানুষ। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে বলে সূত্রের খবর।