বাংলায় বাড়ছে করোনা সংক্রমণ। আজ শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ১০৮ জন সংক্রমিত হয়েছেন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮৬ হয়েছে। শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১১ জন। রাজ্যে মোট করোনাতে মৃত বেড়ে ৯৯।
স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। মোট সুষ্ঠ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭২ জন। গতকাল পর্যন্ত রাজ্যে সুস্থ ছিলেন ৩২৩ জন। গত বেশ কয়েকদিন ধরে রাজ্য প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। ফলে সংখ্যাটা বাড়ছে। শুক্রবার থেকেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
এদিকে দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সকালের রিপোর্ট অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁইছুঁই। মৃতের সংখ্যাও বাড়ছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বাংলাতে মোট মৃতের সংখ্যা ১৬০। রাজ্যের অডিট কমিটি অনুসারে আরও ৭২ জনের করোনা সংক্রমণ ঘটেছিল, যাদের মৃত্যু হয়েছে। কিন্তু সেই ৭২ জনের করোনার সাথে অন্যান্য রোগ ছিল।