ভারতঃ গত এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮২৯ জন। গত ২৪ ঘন্টায় ৮২ হাজার ২৬০ জন সুস্ত হয়েছেন। ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৭ হাজার ৬২৫। গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯,৪৭৬ জন। এনিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৪,৭৩,৫৪৫ জনে। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি।
কেরলে একদিনে ৮ হাজারের বেশি মানুষ ও কর্ণাটকে দশ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। সব থেকে বশি এগিয়ে আছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭,৪৮০ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, মৃতের সংখ্যা ৯,৬৫৩। এমনকি অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৫,৯০০ জন, দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫,৪৩৮ জন, পশ্চিমবঙ্গতে আক্রান্তের সংখ্যা ৫,০৭০ জন, পঞ্জাবে আক্রান্তের সংখ্যা ৩,৫০১ জন, গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩,৫০৪ জন।
সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রতে আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি, তৃতীয় স্থানে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা প্রায় ১লাখ ৪৪ হাজার।
আর ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১,০০,৮৪২ জনের। সুস্থ হয়েছেন ৫৪,২৭,৭০৭ জন। দেশে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ৯,৪৪,৯৯৬ জন।আজ স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, আমাদের লক্ষ্য হবে ২০২১ সালের জুলাইয়ের মধ্যে প্রায় ২৫ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা। ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডোজ গ্রহণ এবং ব্যবহার নিশ্চিত করতে চাইছেন তাঁরা।