Today Trending Newsকলকাতানিউজরাজ্য

পুজোর মুখে বেড়েই চলেছে সংক্রমণ, আক্রান্তের সংখ্যা চার হাজার পার

Advertisement

কলকাতা: আজ, বৃহস্পতিবার মহাষষ্ঠী। মায়ের বোধন হবে আজ। আর পুজোর মরশুমে যখন গা ভাসানোর জন্য রাজ্যের একাংশ ব্যস্ত হয়ে পড়েছে, তখনই লাফিয়ে লাফিয়ে বাংলায় বাড়চ্ছে দৈনিক করোনা সংক্রমণ। কিছুতেই নাগালে আনা যাচ্ছে না করোনাকে। রাজ্যে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রেকর্ড ভেঙে সোমবারই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪,০২৯ জন। মঙ্গলবারও সেই ধারা অব্যহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৪,০৬৯ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী, গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হল ৬৪ জনের। সোমবার এই সংখ্যা ছিল ৬১। এনিয়ে রাজ্যে করোনার শিকার হলেন ৬,২৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৩,১২৬। সুস্থ হয়েছেন ২,৯১,৩০৩। সুস্থতার হার ৮৭.৪৫ শতাংশ।

পুজোয় বাড়তে পারে সংক্রমণ। একথা মাথায় রেখেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সব কোভিড হাসপাতালের ওপরে নজর রাখার জন্য ত্রিস্তরীয় একটি ব্যবস্থা করেছে সরকার। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও রাজ্যে বাড়ানো হচ্ছে কোভিড বেড। জরুরি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে আরও ২০০ চিকিৎসক ও ১৫০০ নার্সিং স্টাফ।

এমনকি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট দর্শকশূন্য পুজো করার রায় দিয়েছে। তবুও উদ্বেগ বাড়িয়েই চলেছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৮৭৯ জন। মৃত্যু হল ১৯ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হলেন ৮৭২ জন। মৃত ১৯।

Related Articles

Back to top button