নিউজরাজ্য

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০০০-র গন্ডি পার, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Advertisement

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরোলো ২০০০। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২০৬৩। সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয় এই তথ্য। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছে ১২৪ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গিয়েছেন আরও পাঁচজন। এই নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ১১৮ জনের। শরীরে করোনা থাকা অবস্থায় অন্য কারণে মারা গেছেন এমন ৭২টি কেস আছে। অর্থাৎ করোনা শরীরে থাকা অবস্থায় এখনো পর্যন্ত মারা গিয়েছেন ১৯০ জন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২ জন। এখনো পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৪৯৯ জন।

গত কয়েকদিন ধরেই প্রতিদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ এর নীচে নামেনি। আজও তার ব্যতিক্রম হলোনা। এই ২০৬৩ টি করোনা কেসের মধ্যে অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনা আছে এমন সংখ্যা ১৩৭৪ টি। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০০ এর বেশি। করোনায় কলকাতাতেই মারা গিয়েছেন ৭৭ জন, এবং শরীরে করোনা থাকা অবস্থায় অন্য রোগে মারা গিয়েছেন আরও ৫২ জন। সব মিলিয়ে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১২৯ জনের।

স্বাস্থ্য ভবনের তরফে আরও জানানো হয়েছে, এখনো পর্যন্ত রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৭,৬১৫ টি। আজ ৪,২০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যের মোট ১৮ টি ল্যাবে চলছে পরীক্ষা। সরকারি কোয়ারিন্টাইন সেন্টারে আছেন ৬,৬৮৯ জন, সেখানে হোম কোয়ারিন্টাইনে আছেন ২৩,২৯৬ জন। কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতালে পরিণত করার পর রাজ্যে করোনা হাসপাতাল বেড়ে হয়েছে ৬৮ টি। এই ৬৮ টি হাসপাতালে ৮,৫৭০ টি বেড আছে, ভেন্টিলেটর আছে ৩৯২ টি।

Related Articles

Back to top button