আগামী ৩ সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের, আশায় ভারতবাসী
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে হাত মিলিয়ে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা বাজারে আনতে চলেছে ভারতীয় সংস্থা। খুব শীঘ্রই উৎপাদনের কাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছে ওই সংস্থা। অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কার করা টিকা আগামী অক্টোবর মাসের মধ্যে বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টিকা উৎপাদনের কাজে যুক্ত রয়েছে ভারতীয় সংস্থা সিরাম ইন্সটিটিউট। নির্দিষ্ট সময়ের মধ্যে করোনার প্রতিষেধক টিকা বাজারে আনতে আগামী ৩ সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করছে ভারতীয় সংস্থা।
বিশ্বের বহু নামীদামী সংস্থার পাশাপাশি পুনেতে অবস্থিত সিরাম ইন্সটিটিউটও করোনার প্রতিষেধক টিকা তৈরির বরাত পেয়েছে। অন্যান্য বারের মতো এবারও পুনের এই ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে নিজেদের গুরুত্বপূর্ণ উদ্যোগে সামিল করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। প্রসঙ্গত, এর আগে ম্যালেরিয়ার প্রতিষেধক টিকা বানাতেও যৌথভাবে কাজ করেছে সিরাম ইন্সটিটিউট ও অক্সফোর্ড ইউনিভার্সিটি।
করোনার প্রতিষেধক এই টিকা মানব দেহে প্রয়োগের পরই বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কার করা এই প্রতিষেধক টিকা মানব দেহে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়। সেই পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ্যে না এলেও, অক্সফোর্ডের গবেষকরা তাদের আবিষ্কৃত টিকার সাফল্য নিয়ে ৯০ শতাংশেরও বেশি নিশ্চিত রয়েছেন বলে জানা গেছে। ফলে, এখনই এর উৎপাদন শুরু করতে উদ্যোগী হয়েছেন তারা। গুরুত্বপূর্ণ সময়ে যাতে বাজারে এই প্রতিষেধক টিকার জোগান অব্যাহত থাকে, সেই জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।