অবশেষে করোনা প্রতিরোধে আসছে টিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে পরীক্ষা

বিশ্বজুড়ে করোনাভাইরাস যে হারে ছড়িয়েছে এরপর একে মহামারি ঘোষণা করা হয়েছে WHO এর তরফ থেকে। এই ভাইরাস সংক্রমণে মারা গেছে বহু মানুষ, এছাড়া দিনের পর দিন সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে।

তবে শেষমেশ এর টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে ওয়াশিংটনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ -এ পরীক্ষা করে, আক্রান্ত রোগীর শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। খবর সূত্রে জানা গেছে যে,প্রথমে মোট ৪৫ জন আক্রান্ত রোগীর ওপর এটি প্রয়োগ করা হবে। এরপর শারীরিক পরিবর্তন ও পার্শ্বপ্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন : ইউরোপে ভয়াবহ আকার নিচ্ছে করোনা, ইতালিতে একদিনে মৃত ৩৬৮ জন

তবে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে, এই টিকার মাধ্যমে বেশ কিছু রোগী সুস্থ হয়েছেন, যদিও সত্যতা যাচাই করা হয়নি। এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয় অন্যান্য দেশেও চলছে প্রতিষেধক তৈরির প্রক্রিয়া। ইজরায়েল এই প্রক্রিয়ায় অনেকটা এগিয়ে গেছে বলেও জানা গেছে।