বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। কিন্তু সেই আমেরিকাই করোনার কাছে মুখ থুবড়ে পড়েছে। সেখানে মৃত্যুমিছিলের ধারা থামছেই না। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। আমেরিকাতে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪০ হাজার ৬৮৩ জনের। এখানে আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের থেকে সর্বাধিক। মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫৯ হাজার ৭৮৬ জন।
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমেরিকাতে প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া গেছিল। সেখান থেকে আঃ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছে। প্রথম ১০ হাজার আক্রান্ত হয়েছে এপ্রিলের শুরুর দিকে। তারপরের ১০ হাজারে সময় লাগে মাত্র ৬ দিন। আর ৪০ হাজার অতিক্রম করতে সময় লাগে ৪ দিন। তবে আমেরিকাতে সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৯৮০ জন।
মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরেই রয়েছে ইতালির স্থান। সেখানে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ৬৬০ জন। আর আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৯৭২ জন। আর স্পেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২১০ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৫২ জনের। বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ১৭ হাজার ৯৩৬ জন। সারা বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৬৬ জনের।