করোনা (Coronavirus) নিয়ে গবেষণার শেষ নেই। প্রতিনিয়ত গবেষণায় উঠে আসছে নানা নতুন তথ্য। এবার কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)-এর সেরোসার্ভেতে মিলল চাঞ্চল্যকর তথ্য। সিএসআইআর-এর সার্ভে বলছে, যাঁরা ধূমপান করনে, তাঁদের করোনা থেকে ঝুঁকি তুলনামূলক কম। একই সঙ্গে ঝুঁকি কম নিরামিষাশীদেরও।
দেশে CSIR-এর ৪০টি প্রতিষ্ঠানে এই সার্ভে করা হয়। সার্ভেতে দেখা গিয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ ‘O’, তাঁদেরও করোনায় ঝুঁকি তুলনামূলক কম। আবার যাঁদের ব্লাড গ্রুপ ‘B’ ও ‘AB’, করোনায় ঝুঁকি তুলনামূলক বেশি। এই সার্ভের জন্য ১০ হাজার ৪২৭ জনের নমুনা সংগ্রহ করে সিএসআইআর।
দিল্লির সিএসআইআর-IGIB-র তথ্য অনুযায়ী, ১০ হাজার ৪২৭ জনের মধ্যে ১ হাজার ৫৮ জনের করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। গত বছর জুলাইয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, ধূমপায়ীদের করোনায় ঝুঁকি বেশি। কারণ, তামাক সেবনে শ্বাসনালীতে দ্রুত সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। কিন্তু সিএসআইআর-এর গবেষণা সেই তথ্যকে কার্যত নস্যাত্ করছে। গবেষণা পত্রে বলা হয়েছে, ‘ব্যক্তিগত পরিবহণ, বাড়িতে থেকে পেশা, ধূমপান, নিরামিষাশী, ‘A’ ও ‘O’ ব্লাড গ্রুপের ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম।’
শনিবার বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ‘ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু দেশের বৈজ্ঞানিকরা দিন-রাত এক করে পরিশ্রম করেছেন। ওঁদের প্রশংসা প্রাপ্য। ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে ভারত সরকার বিনামূল্যে টিকা দেবে। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রথমসারির যোদ্ধাদের আগে টিকা দিয়ে দেশ ঋণ শোধ করবে। দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষ টিকা পাবেন। ধীরে ধীরে সব দেশবাসীকেই টিকা দেওয়া হবে। ভ্যাকসিনের দুটি ডোজ রয়েছে। এক মাসের মধ্যেই এই দুটি ডোজ নিতে হবে। ভুলের কোনও জায়গা নেই। প্রথম ডোজ দুসপ্তাহের মধ্যেই কাজ করবে। আপনারা অতিমারী আবহে ধৈর্য দেখিয়েছিলেন, আশাকরি টিকা দেওয়ার সময়ও সেই একইরকম ধৈর্য প্রদর্শন করবেন।’