বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের, করোনা ভাইরাসের সমস্ত আপডেট পেতে বাজারে আসলো মোবাইল অ্যাপ
করোনা ভাইরাসের সংকট জনক মুহূর্তে সরকারের তরফে দেওয়া সমস্ত আপডেট পেতে সাধারণ মানুষের জন্য তৈরী হল নতুন অ্যাপ। প্রায় গোটাবিশ্বেই করোনায় আক্রান্তের হাহাকার বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা, এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষ আক্রান্ত এই ভাইরাসে। ভারতও নিষ্কৃতি পায়নি এর হাত থেকে। তবে করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সবরকম পরামর্শ মেনে চলছেন মানুষ, হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবহার হোক বা N95 মাস্ক এ-র ব্যবহার, সবই অনেক বেড়েছে।
তবে এছাড়া আরও কিভাবে এই ভাইরাস থেকে নিরাপদে থাকা যায় তা জানতে উদগ্রীব অনেকেই৷ আর সেই জন্য পাঞ্জাবের মুখ্যসচিব করণ অবতার সিং সোমবার কোভা পাঞ্জাব নামে একটি অ্যাপ তৈরী করা হয়েছে বলে জানিয়েছেন। স্বাস্থ্য ও মানব কল্যাণ দপ্তরের সঙ্গে পর্যালোচনার পরেই যে এই অ্যাপটি সামনে এসেছে এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুন : কেরালায় ৬, কর্ণাটকের আরও ৩, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৬
প্রত্যেককে তাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এই অ্যাপ থেকে কি কি জানা যাবে সেই বিষয়ে মুখ্যসচিব জানান, করোনা ভাইরাসের লক্ষণ থেকে, সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার উপায়, বাড়ির কাছে হাসপাতালের ঠিকানা,এছাড়াও থাকবে জেলার নোডাল অফিসারের ঠিকানা৷ মূলত মানুষকে সচেতন করতে সরকারের তরফে তৈরি করা হয়েছে এই অ্যাপ। বর্তমান পরিস্থিতিতে COVA পাঞ্জাব এ-র মত অ্যাপ যে ভীষণ প্রয়োজনীয় এবং এটি একটি ভালো উদ্যোগ এমনটাই মনে করা হচ্ছে।