মৃতের সংখ্যা বাড়ছে করোনা ভাইরাসে, জারি হল রেড এলার্ট
আবারও মৃতের সংখ্যা বেড়েছে করোনা ভাইরাসে। এই মারণ ভাইরাসকে প্রতিরোধ করা যাচ্ছে না কোনোমতেই। চীনের বর্তমান মৃতের সংখ্যা দাড়িয়েছে ২,৫৯২ তে। গত কয়েক ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ১৫০ জনের। এই ভাইরাসকে প্রতিহত করতে রীতিমতো হিমসিম খাচ্ছে চীনের স্বাস্থ্য সংস্থা। এত দ্রুত ছড়িয়ে পড়ার কারনে একে নির্মুল করা আরও কঠিন হয়ে পড়েছে চীনা সরকারের কাছে।
নভেল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়য়েছে ৭৭,০০০। যা মহামারীর আকার নিয়েছে চীনে। চীনে এমন অবস্থার কারনে বাইরের দেশগুলোতে যাতে এই ভাইরাস না ছড়ায় তার উদ্বেগ বেড়েছে। দক্ষিণ কোরিয়ায় নভেল করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বেড়ে হয়েছে ৭৬৩। হিসেব করলে দেখা যায় চীনের পর রয়েছে জাপান এবং তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। ইতিমধ্যে ইতালি ও ইরানেও এই ভাইরাসের খোঁজ মিলেছে, যা চিন্তা বাড়াচ্ছে স্বভাবতই।
আরও পড়ুন : ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন মোদীর, ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট
জাপানের এক জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’- এ চারজন ব্যক্তির দেহে এই ভাইরাসের খোঁজ মিলেছে। জাপানের উপকূলে এখনো আটকে রয়েছে ৬৩০ জন মানুষ যার মধ্যে রয়েছেন ১৩৮ ভারতীয় নাগরিক। এমত অবস্থায় দক্ষিন কোরিয়ায় জারি হয়েছে রেড এলার্ট। বন্ধ রাখা হয়েছে শপিং মল, সিনেমা হল। সতর্ক থাকতে বলা হয়েছে জনগনকে।