করোনা আতঙ্কে কোনো জমায়েত, স্কুল, কলেজের উপর রাশ টেনেছে রাজ্য প্রশাসন। এর ফলেই রাজ্য জুড়ে গুজব উঠে যে, জমায়েত এড়াতে বন্ধ হতে পারে দোকান-বাজারও। এই গুজব ছড়াতেই সাধারণ মানুষ যথেষ্টই চিন্তায় পড়ে যায়। সেই পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, এরকম গুজব যারা ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। তিনি পরিষ্কার ভাবে এদিন জানিয়ে দেন কোনো দোকান বাজারই বন্ধ থাকবে না। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে তিনি অনুরোধ জানিয়েছেন।
করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়া, বিশেষত হোয়াটসঅ্যাপে কিছুদিন ধরেই গুজব ছড়াচ্ছে যে, এই পরিস্থিতিতে স্কুল, কলেজের সাথে সাথে দোকান বাজারও বন্ধ থাকবে। সেই আশঙ্কায় অনেকেই বাড়িতে বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত করতে শুরু করেছেন। এই নিয়েই আজ কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : করোনা মোকাবিলায় দেশবাসীর উদ্দেশ্যে কী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী? দেখুন একনজরে
আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘দোকান বাজার সব খোলা থাকবে। কেউ গুজব ছড়াবেন না, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সীমান্ত সিল হলেও এখনো যথেষ্ট খাবার মজুত আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই।’ যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
আজ টুইটারে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনো গুজবে কান দেবেন না। নিজের সত্যতা যাচাই করুন। নিজে বিচার করুন।’ এদিন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য পনেরোজনকে লালবাজারে ডেকেও পাঠানো হয়।