রাজ্যে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই অনেক সংখ্যক মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছেন। গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৫ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৩৩৪-এ। এমনকি নতুন করে কেউ সুস্থ হননি। ফলে এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ১০৩ জন।
গত কয়েকদিন রাজ্যে করোনাতে মৃত্যু হয়নি। তবে গত একদিনে ৩ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা ১৮ জন। নবান্নে সাংবাদিক বৈঠকে আজ করোনার পরিসংখ্যান দিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেছেন যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনা থেকে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। আর সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছেন হাওড়া থেকে।
এছাড়া রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৮ হাজার ৯৩৩ টি। ৯৪৩ টি করোনা টেস্ট গতকাল হয়েছে। ৪.৫ লক্ষ পিপিই দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। ২৬ হাজার ৭১৬ জন হোম কোয়ারেন্টাইন আছেন ও ১১ হাজার ৫৭৬ জন সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন বলে জানান মুখ্যসচিব। মোট ৫৭ টি মৃত্যু অডিট কমিটিতে গেছিল, যার মধ্যে ১৮ জনের কনফার্ম করোনাতে মৃত্যু হয়েছিল। আর বাকি ৩৯ জনের মৃত্যু অন্য শারীরিক অসুস্থতাতে হয়েছিল, তবে করোনাতে আক্রান্ত ছিল বলে আজ জানান মুখ্যমন্ত্রী।