করোনা ভাইরাসের সংক্রমণ ভীষণভাবে ছোঁয়াচে। এই মারণ ভাইরাস বায়ুবাহিত নয়, তবে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে খুব দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার, করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে প্রথম গবেষণায় জানা গেছে, শরীরের রক্তের গ্রুপের উপর নির্ভর করছে সংক্রমণের। এমনটাই দাবি করেছে জাতীয় স্তরের একটি প্রথম সারির সংবাদ সংস্থা।
আরও পড়ুন : করোনা মানচিত্রে কোলকাতা, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪২
তাদের দেওয়া তথ্যে বলা হয়েছে, মঙ্গলবার এই প্রথম কোন গবেষক দল করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে তাদের গবেষণার ফলাফল সামনে আনে। সেই গবেষণায় দাবি করা হয়েছে, শরীরে রক্তের গ্রুপ ‘ও’ হলে তাতে করোনা সংক্রমণের সম্ভাবনা কম। ফলে অন্যান্য মানুষের চেয়ে শরীরে ‘ও’ গ্রুপের রক্ত বহনকারী ব্যক্তি কিছুটা হলেও নিরাপদ। ফলে, সাময়িকভাবে স্বস্তিতে থাকতে পারবেন তারা।
আবার, ভয়ের কারণ রয়েছে অন্য এক রক্তের গ্রুপ বহনকারী মানুষের জন্য। কী সেই রক্তের গ্রুপ? ওই গবেষক দল জানাচ্ছেন, শরীরে রক্তের গ্রুপ ‘এ’ হলে তাদের ভয়ের কারণ রয়েছে যথেষ্ট। এই ‘এ’ গ্রুপের রক্ত বহনকারী ব্যক্তির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। ফলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে তাদের।