Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

ব্যর্থ হল করোনার প্রথম ওষুধ, প্রকাশ্যে ‘হু’র রিপোর্ট, চাঞ্চল্য ছড়ালো বিশ্ব জুড়ে

Advertisement

মারণ রোগ কোভিড ১৯-এর প্রতিষেধক তৈরিতে ঝাঁপিয়ে পড়েছে সারা বিশ্ব। কোভিড ১৯ যে ভাইরাসের কারণে শরীরে বাসা বাঁধে সেই করোনা ভাইরাসকে সমূলে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে বিজ্ঞানীরা। চিন ও ব্রিটেন প্রতিষেধক ওষুধ আবিষ্কার করে তা মানব শরীরে প্রয়োগ করেছে পরীক্ষামূলক ভাবে। ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রও ওষুধ আবিষ্কার করে তা মানব দেহে প্রয়োগ করেছে। আমেরিকার সেই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপরই সারা বিশ্বে চাঞ্চল্য ছড়ায়।

বিতর্কের মুখে পড়ে হু-র ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয় সেই তথ্য। আমেরিকার ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘জিলিয়াড সায়েন্সেস’ দাবি করেছেন, ভুল করে ওয়েবসাইটে দেওয়া ও পরে তা তুলে নেওয়া রিপোর্টের ভিত্তিতে কোন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। অন্যদিকে সংস্থা জানিয়েছে, ওই ওষুধের বেশ কিছু সুফল পাওয়া গেছে। হু-র ওয়েবসাইটে সংক্ষিপ্তাকারে প্রকাশিত মার্কিন সংস্থা জিলিয়াড সায়েন্সেসের অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডেসিভির’ রিপোর্টের উপর ভিত্তি করে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস প্রথম বিষয়টি সামনে আনে। তাদের দাবি, হু-র রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসের প্রতিষেধক টিকার প্রথম প্রয়োগ ব্যর্থ হয়েছে।

হু-র তরফে ফিনান্সিয়াল টাইমসকে জানানো হয়, ওই খসড়া রিপোর্টটি ভুল করে প্রকাশ্যে চলে আসে। যা ওই পরীক্ষার পূর্ণাঙ্গ ও সঠিক রিপোর্ট নয় বলেই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিলিয়াড সায়েন্সেসও রেমেডেসিভির ব্যর্থ হওয়ার বিষয়টি মানতে চায়নি। সংবাদসংস্থা এএফপি-কে তারা জানিয়েছে, হু-র খসড়া রিপোর্টে ওই ওষুধ সম্পর্কে সঠিক বিশ্লেষণ করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই তথ্য অসম্পূর্ণ ও ভুল বলে দাবি ওষুধ প্রস্তুতকারী সংস্থার।

Related Articles

Back to top button