নিউজরাজ্য

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০০, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

Advertisement

বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন আরও ৬ জন। ফলে রাজ্যে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৭৯ জন। তবে গত ১৪ ঘন্টায় কারোর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১৫ আছে। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।

বাংলায় এখনও পর্যন্ত ৭০৩৭ টি স্যাম্পেল টেস্ট হয়েছে। গতকাল ৮৫৫ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সরকারি কোয়ারেন্টিনে আছেন ৪৬৯৫ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৩১ হাজার ২৩ জন। মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বলেন যে আইসিএমআর -এর নিয়ম অনুযায়ী প্রত্যেকের দুটো করে কিট লাগে অথচ কেন্দ্র থেকে পাঠিয়েছে ২৫০০ টি কিট। রাজ্যে ৭০৩৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ কিট লাগার কথা ১৪ হাজারের বেশি, কিন্তু কেন্দ্র দিয়েছে ২৫০০ টি কিট।

রাজ্যের পক্ষ থেকে ৪ লক্ষ ১৯ হাজার পিপিই দেওয়া হয়েছে। কেন্দ্র বাংলাকে বদনাম করতে চাইছে এরকম অভিযোগ ও আজ তিনি করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন যে কেন্দ্রের পক্ষ থেকে দল পাঠানো হচ্ছে, কিন্তু বাংলার লোক ঠিকমতো খেতে পারছে কিনা, স্নান করতে পারছে কিনা সেটা কেন্দ্র দেখতে আসছে না। রাজ্যপালের প্রসঙ্গ তিনি এড়িয়ে যান, রাজ্যপালের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে ওঁনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো হবে।

Related Articles

Back to top button