চিনকে আটকাতে, মহামারির মধ্যেই এফডিআই নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন বিদেশী বিনিয়োগ বা এফডিআই নীতিতে পরিবর্তন আনা হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ভারতের সাথে সীমানা ভাগ করে নেওয়া যে কোনও দেশ ভারতে বিনিয়োগ করতে চাইলে আগে সরকারকে তা অবহিত করতে হবে।
ভারতে এফডিআই দুটি মোডের অধীনে অনুমোদিত হয়। একটি স্বয়ংক্রিয় রুটের মাধ্যমে, যার জন্য সংস্থাগুলির সরকারী অনুমোদনের প্রয়োজন হয় না। অন্যটি সরকারী রুটের মাধ্যমে, যার জন্য সংস্থাগুলিকে কেন্দ্রের থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। মন্ত্রক সূত্রে খবর, সংশোধিত এফডিআই নীতির মাধ্যমে কোভিড ১৯ মহামারীর কারণে ভারতীয় সংস্থাগুলির অধিগ্রহণ রোধ করতে চায় কেন্দ্র।
মন্ত্রক সূত্রে আরও জানা গেছে, কোনও প্রতিবেশী দেশ, বিশেষত চীন এই কোভিড ১৯ মহামারীর মধ্যে যাতে কোন অপ্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে না পারে তার জন্যি এফডিআই নীতি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক বিবৃতিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সংশোধিত এফডিআই নীতি অনুসারে শুধুমাত্র সরকারি রুটেই ভারতে বিনিময়ে করতে পারবে প্রতিবেশী দেশগুলো। এরজন্য নিতে হবে সরকারের অনুমোদনও।
প্রসঙ্গত, পূর্ববর্তী এফডিআই নীতি অনুসারে, সরকারী রুট দিয়ে বিনিয়োগ কেবলমাত্র বাংলাদেশ ও পাকিস্তানের জন্যই সীমাবদ্ধ ছিল। সংশোধিত নিয়মটির মাধ্যমে বর্তমানে চীনের সংস্থাগুলিকেও সরকারের নজরদারির আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।