Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জরুরি বৈঠক কেন্দ্রের, করোনা ভাইরাসের আতঙ্কে ৪ দেশের ভিসা বাতিল করলো ভারত

নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব। চিনে প্রায় ৩ হাজার জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। চিনের বাইরেও দশ হাজার মানুষ আক্রান্ত এই ভাইরাসে, মৃত্যু হয়েছে প্রায় ১৬৬…

Avatar

নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব। চিনে প্রায় ৩ হাজার জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। চিনের বাইরেও দশ হাজার মানুষ আক্রান্ত এই ভাইরাসে, মৃত্যু হয়েছে প্রায় ১৬৬ জনের। এতদিন এই ভাইরাসের প্রকোপ থেকে ভারত কিছুটা মুক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে ভারতেও ছড়াচ্ছে করোনার প্রকোপ। ভারতেও প্রবেশ করেছে নোভেল করোনাভাইরাস।
কেরলে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত, তাদের নিয়ে মোট ৬ জন ভারতে করোনা আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
দিল্লি থেকে শুরু করে নয়ডা, লখনউতে  কয়েকজনের দেহে করোনার প্রমাণ মিলেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভারতে আসার ভিসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করতে বলেছেন মোদি। কোভিড-১৯ বা নোভেল করোনাভাইরাসের ওপর নজর রাখছে কেন্দ্র। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে এই নিয়ে কাজ করছে একাধিক রাজ্য প্রশাসন। জরুরি বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সূত্রের দাবি বুধবার ১১টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকবেন দিল্লির একাধিক প্রথম সারির হাসপাতালের সুপারইন্টেনডেন্টরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এবার ভারতে করোনার থাবা, আক্রান্ত ৬, জরুরি বৈঠকে স্বাস্থ্য মন্ত্রক

আবার, অরবিন্দ কেজরীবাল নেতৃত্বাধীন দিল্লি প্রশাসনও ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, মুখ্যসচিব বিজয় কুমার দেব এবং স্বাস্থ্যসচিব।  নিরাপত্তার কারনে চিন, নেপাল, দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, তাইওয়ান, সিঙ্গাপুর, ইরান, ইতালি ও মাকাও এই ১৪ দেশ থেকে আসা যাত্রীদেরকে দেশের সব বিমানবন্দরে স্ক্রিনিং করতে হবে। বিদেশ থেকে আসা এপর্যন্ত প্রায় ৬৫ হাজার পর্যটকের স্ক্রিনিং করা হয়েছে মুম্বই বিমানবন্দরে।

About Author