মারণ ভাইরাসের কবলে বিশ্বের ১৬ লক্ষ মানুষ, মৃতের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি
আর মাত্র কিছুটা সময়, তারপরই করোনার থাবাতে মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যাবে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫ হাজার ৬৯৪ জন। গোটা বিশ্বকে ক্রমাগত গ্রাস করে নিচ্ছে এই রাক্ষুসে ভাইরাস। আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ১৬ লক্ষ ছাড়িয়ে গেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩ হাজার ১৬৮ জন। সমস্ত তথ্যই জনস হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট থেকে মিলেছে।
আমেরিকাতে মৃতের সংখ্যা প্রতিদিনই ২ হাজারের কাছাকাছি থাকছে। আমেরিকাতে গত ২৪ ঘন্টায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ৮৭২ জনের। তবে ইতালি ও স্পেনের মৃতের হার আগের তুলনায় অনেকটাই কমেছে। ইতালি মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে শীর্ষে আছে। সংখ্যাটা ১৮ হাজার ২৭৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা। সংখ্যাটা ১৬ হাজার ৬৯১ জন। আর তৃতীয় স্থানে আছে স্পেন। সেখানে ১৫ হাজার ৪৪৭ জন মানুষকে গ্রাস করেছে মারণ ভাইরাস।
চিকিৎসকদের ও প্রাণহানি ঘটেছে বিভিন্ন দেশে। ভারতেও বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন করোনাতে। এছাড়া ইতালিতে এখনও পর্যন্ত প্রায় ১০০ জন চিকিৎসক ও ২৫ জনের বেশি নার্স মারা গেছেন বলে জানা গেছে। সূত্র অনুযায়ী সেখানে প্রায় ১০ হাজার চিকিৎসাকর্মী করোনার কবলে পড়েছেন। ফ্রান্সে ও ধীরে ধীরে বাড়ছে করোনার দাপট। প্রায় ১২ হাসজার মানুষ মারা গেছেন। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে মানুষ মরছে। সংখ্যাটা ক্রমশ বাড়ছে।