চিনে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০৩
চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে,গোটা চিন ছেয়ে গেছে আক্রান্ত, আতঙ্কিত মানুষের হাহাকারে।মাস খানেক আগে এক ডাক্তার করোনাভাইরাসের হুঁশিয়ারি দিয়ে পুলিশকে সতর্ক করলেও শাসক দল কোনও ব্যবস্থা নেয়নি, শাসক দলেও উপর ক্ষোভ বেড়ে যাচ্ছে হু হু করে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায়। সরকারি খবর অনুয়ায়ী শনিবার পর্যন্ত চিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ৭২২, যা রবিবার পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০৩ জন।
২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে, ৩,৩৯৯ জন নতুন ভাবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,৫৪৬ জন। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে চিনের সমস্ত, স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়। গোটা চিনে তাদের প্রায় সব দোকানই বন্ধ রেখেছে অ্যাপল এবং স্টারবাকস। বেজিংয়ের প্রসিদ্ধ রেস্তরাঁ, পাব ও কফির দোকানে অতি সামান্য কিছু ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে। সরকারি বাস এবং মেট্রো চলছে যদিও শহরে ঢোকা-বেরোনোর উপরে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে।
আরও পড়ুন : দিল্লির ভোটের ফল প্রকাশের পর শেষ হাসি হাসবে কে? কী জানাল Exit Poll
করোনাভাইরাসের কারণে চিনা পর্যটকদের উপর নিষেধাজ্ঞা সৃষ্টিতে বাড়াবাড়ি করছে কিছু দেশ এমনটা শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে জানান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।চিনে নববর্ষের ছুটি শেষ হয়ে যাওয়ার পরও নিষেধাজ্ঞার কারণে অসংখ্য প্রবাসী চিনে ফিরে যেতে পারছে না। এখন পর্যন্ত ১৬টি শহরে কোয়ারেন্টাইন জারি হয়েছে, যে সব অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত সেখানে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে। সবদিকেই নজর রাখতে সরকার।