২০২০ সালের আইপিএল ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি প্রতিবেদনে জানা গেছে। তৈরির কাজ শেষ হলে এই স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকেও ছাপিয়ে যাবে ১,১০,০০০ দর্শকধারী এই স্টেডিয়াম।
BCCI এর তরফ থেকে এর আগেও একটি ম্যাচের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই মাঠে কিন্তু এই বছরের মার্চে তৈরির কাজ শেষ হওয়ার কথায় সেটি সম্ভব হয়নি। তবে, এখন আবার জানা গেছে যে BCCI এই স্টেডিয়ামে আরও একটি বড় খেলা আয়োজন করতে পারে। এছাড়া আগামী মরশুমের আইপিএলের ফাইনালটি আহমেদাবাদে হওয়ার কথা রয়েছে। সোমবার নতুন দিল্লীতে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর একটি সূত্র থেকে জানা গেছে যে, আইপিএল ২০২০ ফাইনালটি এই স্টেডিয়ামে করতে আগ্রহী কিন্তু নিশ্চয়তার জন্য ফেব্রুয়ারী অবধি অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন : কখন কখন শুরু হবে আইপিএলের খেলা, জানাল সৌরভ গাঙ্গুলি
সর্দার প্যাটেল স্টেডিয়ামটি স্থাপিত হয় ২০১৮ সালের জানুয়ারী মাসে এবং আশা করা হয়েছিল এই বছরের আইপিএল শুরুর আগে এটি পুরোপুরি তৈরি হয়ে যাবে যদিও আহমেদাবাদে এখনও নির্মাণ কাজ চলছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন আগেই নিশ্চিত করেছিল যে স্টেডিয়ামটিতে প্রায় এগারোটি পিচ থাকবে যা খেলোয়াড়দের বোলিং এবং ব্যাটিং উভয়ই অনুশীলন করতে সহায়তা করবে।