পঞ্চম দফার লকডাউনের আনলক-১ অর্থাৎ প্রথম ধাপে লোকাল ট্রেন ও মেট্রো বাদে প্রায় সব পরিবহন ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। রাজ্যের বেশিরভাগ অফিস খুলে দেওয়া হয়েছে। রাস্তায় বেরিয়ে বাসের অভাবে অফিসযাত্রীদের সমস্যার সৃষ্টি হয়েছে। আনলক-১-র দুই দিন রাস্তায় সরকারি বাসের দেখা মিললেও বেসরকারি বাসের দেখা মেলেনি। আর সরকারি বাসের সংখ্যাও যাত্রীর তুলনায় অনেক কম। তাই যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে।
বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি না করলে বাস মালিকরা রাস্তায় বাস নামাবেন না বলে জানিয়েছিলেন। মঙ্গলবার ও বেসরকারি বাসের দেখা মেলেনি। কিন্তু বুধবার সকাল থেকেই শহরের রাস্তায় দেখা গেল বেসরকারি বাস। তবে বাসের ভাড়া কিন্তু বেড়েছে। তবুও যাত্রীরা কোনো আপত্তি করছেন না। বর্তমানে অফিস যাওয়া বেশি দরকার।আর ট্যাক্সি বা ক্যাবে বেশি ভাড়া দিয়ে দিয়ে যাবার থেকে বাসে ভাড়া বেশি দিয়ে যাতায়াত করা অনেক লাভের।
‘কোভিড-নাইন্টিন স্পেশাল ফেয়ার’ নোটিস লাগিয়েই ভাড়া বাড়িয়েছে বেসরকারি বাস। সূত্র মারফত জানা গেছে, ৭ টাকার ভাড়া বেড়ে হয়েছে ১০ টাকা, ৯ টাকার ভাড়া এখন ১৫ টাকা, ১০ ও ১১ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা। আর মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকার ভাড়া বেড়ে হয়েছে ১০ টাকা, ১০ টাকার ভাড়া বেড়ে হয়েছে ১৫ টাকা।