করোনা আতঙ্ক? বাড়িতে বসে অনলাইনে করোনা পরীক্ষা করুন, জেনে নিন খরচ
কোভিড-১৯ পরীক্ষার টেস্ট এখন হাতের মুঠোয়। শনিবার বেঙ্গালুরুর Practo কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে তাঁরা থাইরোকেয়ার -এর সাথে যুক্ত হয়ে এই টেস্টের পদ্ধতি তৈরী করেছেন। এই সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-র থেকে স্বীকৃত সংস্থা। সংস্থা তাদের ব্লগে জানিয়েছেন যে বর্তমানে টেস্ট শুধুমাত্র মুম্বাইতে করা যাবে এবং পরে ধীরে ধীরে তা দেশের বিভিন্ন জায়গাতে পাওয়া যাবে। সংস্থার পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে, টেস্ট করার সম্মতিপত্র লাগবে, ফটো আইডি কার্ড ও লাগবে।
এই টেস্ট এখন অনলাইনে পাওয়া যাবে। অনলাইনের লিংকগুলি নিচে দেওয়া হল-
এই টেস্টের মূল্য ৪৫০০ টাকা। আর এই টেস্টের রিপোর্ট Practo ওয়েবসাইটে ২৪-৪৮ ঘন্টার মধ্যে পাওয়া যাবে বলে সংস্থা জানিয়েছেন। তবে সংস্থার তরফ থেকে এটাও উল্লেখ করা হয়েছে যে যারা এই টেস্ট করবেন তাদেরকে অবশ্যই -র গাইডলাইন মেনে চলতে হবে, আর এই টেস্ট কিভাবে করা হবে তার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে-এ।