করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত কমাতে এখন সব থেকে বেশি প্রয়োজন করোনা ভ্যাকসিনের। বহু দিন ধরেই বিজ্ঞানিরা তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের টিকা হিসাবে মর্ডেনার টিকা প্রাপ্তবয়ষ্ক বৃদ্ধের শরীরেও সমান ভাবে কাজ করছে। যার ফলে মানুষের শরীরে বয়সের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
ট্রায়ালের জন্য দুটি পর্যায় বেছে নেওয়া হয়েছে একটি ১৮ থেকে ৫৫ বছর বয়সের মানু্ষ। অন্যটি ৫৫ থেকে ৭১ বা তার বেশি বয়সের মানুষ। কিন্তু এই টিকা দেওয়ার দেখা দিয়েছে বেশ কিছু সমস্যা যেমন মাথা ধরা, গায়ে ব্যাথা, ইত্যাদি। কিছু দিন আগেই জানানো হয় নাকের স্প্রে দিয়েই নাকি করোনা ভাইরাস মোকাবিলায় কাজে দিচ্ছে।
Ena Respiratory নামে একটি অস্ট্রেলিয়ার এই সংস্থা দাবি করেছে এই নাকের স্প্রে কাজে দিচ্ছে। পরীক্ষা করে দেখা গিয়েছে INNA-051 নামে একটি প্রোডাক্ট দিয়ে শরীরে ৯৬ শতাংশ পর্যন্ত করোনা ভাইরাস কমানো সম্ভব হচ্ছে তাই এটিকে ভ্যাকসিনের পরিপূরক হিসাবে চিহ্নিত করতে চাইছেন বিজ্ঞানীরা। এই ওষুধ বানাতে সংস্থার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
সূত্রের খবর অনুযায়ী এই INNA-051 নামে ওষুধটি আগামী চারমাসের মধ্যে মানব শরীরে পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যাবে বলেও জানিয়েছে সংস্থা। কিন্তু ট্রায়াল না দিলে তা কতোটা কার্যকর বোঝা সম্ভব হবে না। তাই এখন অপেক্ষা করা ছাড়া আর কারো কোন উপায় নেই।